Type Here to Get Search Results !

Timer add

বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর

চাকরির বাজার 0

🔥১৮৮ পদে পরিবেশ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত🔥



➡️ পদসমূহ ও পদসংখ্যা:

১। হিসাবরক্ষক-১৩

২। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-১১

৩। উচ্চমান সহকারী-০৩

৪। ড্রাফটসম্যান (নন-ডিপ্লোমা-০১)

৫। গবেষণাগার সহকারী-১৭

৬। ডাটা এন্ট্রি অপারেটর-৩৩

৭। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১

৮। নমুনা সংগ্রহকারী-৩২

৯। লাইব্রেরি সহকারী-০১

১০। ক্যাশিয়ার-০৩

১১। স্টোর কিপার-০৫

১২। গাড়িচালক-০১

১৩। প্রসেস সার্ভার-০২

১৪। ক্যাশ সরকার-০১

১৫। ল্যাব এটেনডেন্ট-১৬ 

১৬। অফিস সহায়ক-৪৮

➡️ বয়সসীমা:

সাধারণ প্রার্থীদের জন্য ০১/১০/২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

🌐 আবেদনের প্রক্রিয়া:

🔷 আগ্রহী প্রার্থীরা https://doe.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর নির্দেশনানুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

➡️ আবেদনের সময়সীমা:

➡️ অনলাইনে আবেদন শুরু: ৩০ অক্টোবর ২০২৫, সকাল ১০:০০ টা।

➡️ আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫, বিকাল ০৫:০০ টা।

➡️ আবেদন ফি জমাদানের শেষ সময়: ইউজার আইডি প্রাপ্তির ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

➡️ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (www.doe.gov.bd) এবং আবেদনকারীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

➡️ বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ⤵️

👉 চাকরি সংক্রান্ত সব আপডেট পেতে ফলো করতে পারেন. https://www.facebook.com/share/1Cn7ovsKvM/ 👈


Post a Comment

0 Comments