💥ব্র্যাক - ফিল্ড অর্গানাইজার, হেলথ প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ডিগ্রি/অনার্স পাশে আবেদন:
পদের নাম: ফিল্ড অর্গানাইজার (ম্যালেরিয়া ইলিমিনেশন), ব্র্যাক হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ)।
-শিক্ষাগত যোগ্যতা: ডিগ্রি/অনার্স
-অভিজ্ঞতার প্রয়োজন নেই -
-বয়স উল্লেখ্য নেই -
-অর্থাৎ ৩২ ঊর্ধ্ব প্রার্থীও আবেদন করতে পারবে
-নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে
-সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।
👉🏻কাজের দায়িত্ব: মাসিক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, ম্যালেরিয়ার ঝুঁকিপূর্ণ সময়ে স্ক্রিনিং টেস্ট ও হেলথ ক্যাম্প করা, টিবি রোগী শনাক্ত ও ফলোআপ করা, রোগীদের প্রয়োজন হলে হাসপাতালে পাঠানো, এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠান করা, মাঠের কর্মীদের কাজ দেখা এবং মাসের শেষে রিপোর্ট জমা দেওয়া ইত্যাদি।
👉🏻আবেদনের শেষ তারিখ - ২৫ অক্টোবর।



