কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিচ্ছে - ডাচ্ বাংলা ব্যাংক।
✅নোট: এই সার্কুলারটি প্রকাশ করেছে Multidrive Services Limited, যা একটি থার্ড-পার্টি আউটসোর্সিং প্রতিষ্ঠান। তারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিয়ে থাকে।
এবার তারা কর্মী নিয়োগ করবে ডাচ-বাংলা ব্যাংকে কাজের জন্য। অর্থাৎ, নিয়োগ হবে মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে, তবে প্রার্থীদের কাজ করতে হবে ডাচ-বাংলা ব্যাংকের শাখা বা অফিসে।
-শিক্ষাগত যোগ্যতা: ০৪ বছরের অনার্স।
-তবে, যারা ডিগ্রি পাশ তাদের ক্ষেত্রে মাস্টার্স।
-বয়স ২৩ - ৩২ পর্যন্ত।
-নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে।


